Photo Credits: ANI

শরিক দলের অন্যতম প্রভাবশালী নেতাকেই সুরক্ষা দিতে পারল না শিন্ডে সরকার। শনিবার বাবা সিদ্দিকির (Baba Siddique) মৃত্যুর ঘটনা নিয়ে কার্যত তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে আক্রমন করলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি এদিন বলেন, প্রকাশ্য রাস্তায় এতবড় একজন নেতাকে খুন করা হল, আর পুলিশের কাছে এই সংক্রান্ত আগাম কোনও তথ্য ছিল না এটা কেমন ভাবে হতে পারে? এত নিরাপত্তা থাকা সত্ত্বে শাসক শিবিরের এক নেতাকে গুলির করে খুন করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠবেই। রাজ্যে কোনও আইন শৃঙ্খলা নেই, এই ঘটনা থেকেই তা স্পষ্ট।

সঞ্জয় রাউত আরও বলেন, এই ঘটনার পর একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী পদে আর বসে থাকা উতিত নয়। উনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। এক সময় মুম্বইয়ের পুলিশ দেশের কাছে উদাহরণ সৃষ্টি করত। এই রাজ্যে এমনই আইন, নিরাপত্তা থাকত যে ব্যবসায়ীরা তাঁদের সংস্থার অফিস এই শহরেই খুলত। কিন্তু এখন সেই নিরাপত্তার কিছুই নেই। এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের নেওয়া উচিত। এবং অবিলম্বে এরজন্য তাঁর পদক্ষেপ নেওয়া উচিত। যদি তিনি না ইস্তফা দেন তাহলে আমরা রাজ্যপালের কাছে এরজন্য আবেদন জানাব।