সিঙ্গাপুরের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ কেরল (kerala)উপকূলে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। সিঙ্গাপুরের (Singapore) পণ্যবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ। ইতিমধ্যেই ১৮ জন সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এখনও নিখোঁজ চারজন। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সুরাট। জানা গিয়েছে, সোমবার সকাল ১০ টা নাগাদ জাহাজটির আন্ডারডেক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় জাহাজে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা জাহাজ।

সিঙ্গাপুরের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ, উদ্ধার করা হল ১৮ জন ক্রুকে

কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনও পর্যন্ত অজানা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মুম্বইয়ের মেরিটাইম অপারেশন সেন্টারে। তারা খবর পাঠায় কোচিতে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনা। পাশাপাশি ঘটনাস্থলে যায় একটি ডর্নিয়ার বিমান। জানা গিয়েছে, গত ৭ জুন শ্রীলঙ্কার এলপিসি কলম্বো থেকে ছেড়েছিল সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজটি। ১০ জুন মুম্বই পৌঁছনোর কথা ছিল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ওই জাহাজে ২২ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৪ জন। আহতদের মেঙ্গালুরুর এজে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

কেরল উপকূলে দুর্ঘটনা, সিঙ্গাপুরের জাহাজে ভয়াবহ বিস্ফোরণ, মাঝসমুদ্রে পৌঁছল নৌসেনার রণতরী