প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। যানজটের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে অটোর উপর পড়ল সিমেন্ট বোঝাই ট্রাক। মৃত্যু সাতজনের। আহত তিনজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সীমান্তবর্তী রাওয়া জেলার সোহাগী পাহাড়ি এলাকায়। এই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ জায়গা হিসেবেই পরিচিত। এদিন অটোয় চেপে প্রয়াগরাজ থেকে ফিরছিলেন নিহতরা। ওই পথ দিয়ে আসছিল একটি ট্রাক। তাতে সিমেন্ট বোঝাই ছিল। পথে যানজটের কারণে দাঁড়িয়ে ছিল অটোটি। এমনসময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটির উপর উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। বাকি চারজনকে গাঙ্গেভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু সাতজনের, আহত ৩

হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। বাকি তিনজনকে পরে রাওয়ার সঞ্জয় গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের চারজন। মধ্যপ্রদেশের মৌগঞ্জের বাসিন্দা তাঁরা। দুই সন্তানকে নিয়ে প্রয়াগরাজের গঙ্গায় ডুব দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে এই দুর্ঘটনা ঘটে। বাকি তিন জনকে এখনও পর্যন্ত সনাক্ত করা যায়নি। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

গঙ্গায় ডুব দিয়ে বাড়ি ফিরছিলেন, পথ দুর্ঘটনায় সব শেষ, মৃত্যু ৭ জনের