নয়াদিল্লিঃ ধর্ষণে(Rape) বাধা, আট বছরের কিশোরীকে(Minor) মেরে ঝুলিয়ে দিল যুবক। নৃশংস ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) আর্মি ক্যান্টনমেন্ট এলাকায়। ওই এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ঘেঁটে ঘটনার কিনারা করে পুলিশ।
রাজধানী দিল্লির বুকে নৃশংস ঘটনা
সিসিটিভিতে দেখা যায়, এক যুবকের সঙ্গে হেঁটে যাচ্ছে ওই নাবালিকা। এরপরই ওই যুবককে আটক করে পুলিশ। পুলিশি জেরায় ওই যুবক জানায়, ওই কিশোরী তার পরিচিত। তাকে দাদা বলেই ডাকত সে। তাকে প্রলোভন দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় সে। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ধর্ষণে বাধা দিলে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে সে। প্রথমে খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে বছর ১৯ এর ওই যুবক। গলায় স্কার্ফ বেঁধে দেহ লোহার রডে ঝুলিয়ে দেয় সে। কিন্তু পরে পুলিশি জেরায় ভেঙে পড়ে সে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। বিচারের দাবিতে পথ অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
৮ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন, গ্রেফতার দাদা
8-Year-Old Killed In Delhi Military Area For Resisting Rape, Teen Arrested pic.twitter.com/am887XEweD
— NDTV (@ndtv) December 25, 2024