Fisheries Minister Saji Cherian (Photo: IANS)

তিরুবনন্তপুরম, ২৪ ডিসেম্বর: কেরালার (Kerala) বাম সরকারের মন্ত্রীর অফিসে নতুন শৌচাগার (Washroom) নির্মাণের জন্য বরাদ্দ করা ৪ লাখ ১০ হাজার টাকা। আর তা নিয়েই জোর বিতর্ক শুরু হয়েছে। মন্ত্রীর শৌচাগার নির্মাণের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, তা 'লাইফ মিশন প্রকল্প'র অধীনে দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ টাকার থেকে বেশি। বাড়ি নির্মাণে সরকার ৪ লাখ টাকা অনুদান দেয়।

রাজ্যের মৎস্যমন্ত্রী সাজি  চেরিয়ানের (Saji Cherian Cherian) শৌচাগার নির্মাণের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। সাজি দু'বারের বিধায়ক এবং পিনারাই বিজয়ন সরকারের ক্যাবিনেট মন্ত্রী। ২০১৮ সালে বিধায়ক কে কে রামচন্দ্রন নায়ারের মৃত্যুর পর সাজি আলাপুজা জেলার চেঙ্গানুর বিধানসভা আসনে নির্বাচনে লড়ে জয়লাভ করেন। গত বিধানসভা নির্বাচনেও তিনি আসন ধরে রাখেন। তারপরই তাঁকে মন্ত্রী কর হয়। আরও পড়ুন: Lavoo Mamledar Quits TMC: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সাম্প্রদায়িক, গোয়াকে ভাগ করছে', তৃণমূল ত্যাগ করে দাবি প্রাক্তন বিধায়কের

চেরিয়ানের জন্য এই ব্যয়বহুল বাথরুমটি এমন সময়ে তৈরি করা হচ্ছে যখন রাজ্য সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এক রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, "ক্ষমতায় থাকা রাজনৈতিক দল নির্বিশেষে এই ধরনের ঘটনা ঘটে। বামেদের প্রতি মানুষের বিশ্বাস এখন ইতিহাস এবং তারাও অন্যদের থেকে আলাদা নয়।"