নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১১ মার্চ কাস্টমস অফিসাররা এক যাত্রীকে আটক করেন। তার বিরুদ্ধে আইজিআই বিমানবন্দরের কাস্টমস অফিসাররা কোকেন পাচারের মামলা দায়ের করেছেন। ১১ মার্চ বিমানবন্দরে অভিযুক্ত যাত্রীকে আটক করে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। সেই সময় অভিযুক্তের দেহের ভিতরে লুকানো অবস্থায় কিছু উপাদান ছিল বলে জানা গেছে। চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মোট ৮৫টি ডিম্বাকার আকৃতির ক্যাপসুল উদ্ধার করা হয়েছে যাতে মোট ৭৫২ গ্রাম সাদা পাউডার জাতীয় পদার্থ রয়েছে, যা মাদকদ্রব্য বলে সন্দেহ করেছিল কাস্টমস। এরপর ওই ক্যাপসুল গুলির পরীক্ষা করা হলে দেখা যায় এর মধ্যে যথেষ্ট পরিমান কোকেন রয়েছে। বাজেয়াপ্ত করা মাদকদ্রব্যের মূল্য প্রায় ১১.২৮ কোটি টাকা। পরীক্ষার ফল হাতে আসার পরই অভিযুক্ত যাত্রীকে ১৪ মার্চ এনডিপিএস আইন, ১৯৮৫ (Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) এর ধারা ৪৩(বি) এর অধীনে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির আরও তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।
Customs officers of IGI Airport, New Delhi, booked a case of smuggling of Cocaine. On March 11 a passenger was apprehended at IGI Airport. During the medical examination of the pax, certain material was found to be secreted inside the body of the pax. The medical procedure… https://t.co/zbQsslPcaP pic.twitter.com/r97zznn5PM
— ANI (@ANI) March 18, 2023