Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ পাকিস্তানি (Pakistani) আইএসআই এজেন্টদের (ISI Agent) সিম কার্ড (Sim Card) সরবরাহ। এই অভিযোগের ভিত্তিতে নেপাল (Nepal)থেকে গ্রেফতার এক নাগরিক। জানা গিয়েছে, অভিযুক্তের নাম ম প্রভাত কুমার চৌরশিয়া। বয়স ৪৩। তাঁকে মার্কিন ভিসা এবং সাংবাদিকতার সুযোগের প্রতিশ্রুতি দিয়ে কাজে লাগাত পাক গোয়েন্দা সংস্থা এমনটাই সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, প্রভাত নেপালের বীরগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর উপর বহুদিন ধরেই সন্দেহ ছিল গোয়ান্দাদের। অবশেষে অভিযান চালিয়ে পূর্ব দিল্লির লক্ষ্মীনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, আধার কার্ড ব্যবহার করে বিভিন্ন টেলিকম কোম্পানির থেকে ১৬টি সিম কার্ড সংগ্রহ করেছিলেন তিনি। এগুলিই নেপাল থেকে পাচার করা হয়েছিল পাকিস্তানে। হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাক গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন প্রভাত এমনটাই উঠে এসেছে তদন্তে।

পাক আইএসআই এজেন্টদের সিম কার্ড সরবরাহ, গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেফতার ১