নাম পরিবর্তন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ কংগ্রেসের। নেহেরু মিউজিয়াম এন্ড লাইব্রেরীর নাম পরিবর্তন করে প্রাইম মিনিস্টার মিউজিয়াম এন্ড সোসাইটি নাম করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর নামাঙ্কিত মিউজিয়ামের নাম পরিবর্তন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস।
টুইটারে কংগ্রেস জেনারেল সেক্রেটারি জানান, "ক্ষুদ্রতা এবং প্রতিহিংসা, তোমার নাম মোদী। 59 বছরেরও বেশি সময় ধরে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি (NMML) একটি বিশ্বব্যাপী বুদ্ধিবৃত্তিক ল্যামডমার্ক এবং বই ও আর্কাইভের ভান্ডার। এটিকে এখন থেকে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড সোসাইটি বলা হবে। ভারতীয় স্থাপত্যের নাম এবং উত্তরাধিকারকে অপমান,বিকৃত ও ধ্বংস করতে পারবেন না মিস্টার মোদী"
রাজনাথ সিং বৃহষ্পতিবার এই মিউজিয়ামের নাম পরিবর্তন করেন। বর্তমানে তিনি এই মিউজিয়ামের ভাইস-প্রেসিডেন্ট। এই সোসাইটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এছাড়া অমিত শাহ, নির্মলা সীতারামন, ধর্মেন্দ্র প্রধান, জি কিষেন রেড্ডি সহ আরও ২৯ জন সদস্য রয়েছেন এই মিউজিয়ামে।
The #Congress on Friday slammed the Centre's decision to rename the #NehruMemorialMuseum and Library as the Prime Ministers Museum and Society. pic.twitter.com/jG1ymHIQh7
— IANS (@ians_india) June 16, 2023