Kerala High Court Photo Credit: Wikimedia Commons

দেশের বিভিন্ন জেলা আদালতে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৪১ লক্ষ দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন অবস্থা. রয়েছে। চলতি বছর ১৫ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলা আদালতে বিচারাধানী থাকা মামলার রাজ্যওয়ারি হিসেব তুলে ধরে লোকসভায় এমন কথাই জানালেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘলাল।

রাজ্যভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে দেশের মধ্যে জেলা আদালতগুলিতে বিচারাধীন থাকা মামলা (দেওয়ানি, ফৌজদারি)-র মধ্যে সবার আগে উত্তরপ্রদেশ। ইউপি-তে মোট ১ কোটি ১৬ লক্ষাধিক মামলা জেলা আদালতগুলিতে ঝুলে আছে। এই তালিকা চার নম্বরে আছে পশ্চিম বাঙলা। বাংলার জেলা আদালতগুলিতে ঝুলে আছে মোট ২৯ লক্ষ ৩ হাজার ৫১৫টি মামলা। তার মধ্যে ঝুলে প্রায় ৬ লক্ষ ২৩ হাজার দেওয়ানি মামলা আর ২২ লক্ষ ৮০ হাজারেরও বেশী ফৌজদারি।

দেখুন টুইট

দেশে সর্বাধিক বিচারাধানী মামলার তালিকায় বাংলার আগে দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে মহারাষ্ট্র (৫১ লক্ষাধিক) ও বিহার (৩৫ লক্ষ)