নয়াদিল্লিঃ চকোলেট (Chocolate)খেতে ভালবাসেন? আপনার জন্য দুঃখের খবর। এবার পছন্দের তালিকা থেকে বাদ পড়তে পারে চকোলেট। সম্প্রতি চকোলেট ও অন্যান্য কিছু খাবারের নমুনা পরীক্ষায় গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন। পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে আসতেই লোকসভা অধিবেশনে সবটা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। খাদ্য সুরক্ষা দফতরের সমীক্ষায় উঠে আসা তথ্য নিয়ে লোকসভা অধিবেশনে মন্ত্রী প্রতাপরাও যাদব জানান,সারা বছরই নানা খাবারের নমুনা পরীক্ষা করে থাকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া।
কেন্দ্রের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, বাজার থেকে উধাও হবে চকোলেট?
২০২৪ থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ১.৭ লক্ষ খাবারের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে চকোলেট-সহ আরও ৩৫ হাজার খাবারের নমুনায় অসঙ্গতি দেখা গিয়েছে। ৩১ হাজার ৪০৭ টি নমুনার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এই রিপোর্ট হাতে আসতেই চকোলেট নিয়ে বেড়েছে আশঙ্কা। তবে কি বাজারে আএ দেখা মিলবে না চকোলেটের? এই নিয়ে মহা চিন্তায় চকোলেটপ্রেমীরা।