Emotional Farewell to Zubeen Garg. (Photo Credits:X)

Zubeen Garg Emotional Farewell: সিঙ্গাপুর থেকে প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের দেহ আনা হয়েছে তাঁর পছন্দের রাজ্য অসমে। এদিন সকাল অসমের গুয়াহাটির সূরুসাজাই স্টেডিয়ামে জুবিনের দেহ শেষ শ্রদ্ধা জাাননোর জন্য শায়িত রাখা হয়। জুবিনকে নিয়ে আবেগ আর শোকের বিস্ফোরণে ভেঙে যায় সুরক্ষা বলয়। সূরুসাজাই স্পোর্টস কমপ্লেক্সটি এক দিনের জন্য খেলার মঞ্চ থেকে জুবিনকে শ্রদ্ধা জানানোর কেন্দ্র হয়ে উঠেছিল। অসম সহ উত্তর-পূর্ব ভারতের প্রতিবেশী রাজ্য থেকে প্রায় ১৫ লাখ ভক্ত জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। ভক্তরা ফুল, মোমবাতি, পোস্টার নিয়ে হাজির হন। তারা জুবিনের জনপ্রিয় গানগুলো গাইছিলেন এবং ব্যক্তিগত স্মৃতিচারণা শেয়ার করেছিলেন।

আবেগ-শোকের বিস্ফোরণ

জুবিনের দেহ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সকাল থেকে গুয়াহাটির বৃষ্টিতে মিশে যাচ্ছিল জুবিনকে চলা শোক-আবেগ। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর সোনাপুরের কামারকুছির কাছে দিসাং রিসোর্টে জুবিনে গর্গের শেষকৃত্য সম্পন্ন হবে। ততদিন পর্যন্ত অসমে রাষ্ট্রীয় শোক চলবে।

দেখুন জুবিনকে শেষ শ্রদ্ধা

দেখুন খবরটি

মঙ্গলবার জুবিনের শেষকৃত্য

জুবিনের শেষ শ্রদ্ধার অনুষ্ঠানটি অসম সরকার ও সাংস্কৃতিক সংস্থাগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন সঙ্গীতশিল্পী, রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক আইকন জুবিনের স্মরণে নানা কথা বলেন। গত শুক্রবার, ১৯ সেপ্টেম্বরে সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয়। গত ২১ সেপ্টেম্বর, শুক্রবার জুবিনের মরদেহ গুয়াহাটিতে আনা হয় এবং পরিবারের জন্য প্রথমে তার বাড়িতে রাখা হয়। পরে শোকযাত্রা সূরুসাজাইতে গিয়ে ভক্তরা শেষ শ্রদ্ধা জানান, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।