দিল্লিতে (Delhi) ঘটছে একের পর এক দুর্ঘটনা। এবার স্বাধীনতা দিবসের দিন নিজামুদ্দিনে হুমায়ুনের সমাধির কাছে একটি দরগায় ভেঙে পড়ল গম্বুজের একাংশ। আর তাতেই চাপা পড়েছে অসংখ্য মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তাঁদের চেষ্টাতেই আপাতত ১১ জনকে উদ্ধার করা গেছে। ধ্বংসস্তুপের নীচে আরও মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। যার ফলে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
জারি রয়েছে উদ্ধারকাজ
জানা যাচ্ছে, হুমায়ুন সমাধির কাছেই অবস্থিত শরীফ পাট্টে শাহের দরগা। সেই দরগার গম্বুজের একাংশ এদিন ভেঙে পড়ে। এক দমকল আধিকারিক জানিয়েছেন, বিকেল ৩টে ৫১ মিনিটে তাঁদের কাছে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের ইতিমধ্যেই পাঠানো হয়েছে হাসপাতালে। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।
বর্ষাতে দিল্লিতে একাধিক দুর্ঘটনা
বিগত কয়েকদিন ধরে একটানা ঝড়বৃষ্টি হচ্ছে দিল্লি ও তার পাশ্ববর্তী এলাকায়। চলতি মাসে একাধিক দুর্ঘটনা ঘটছে দিল্লিতে। কোথায় ভেঙে পড়ছে দেওয়াস, কোথায়ও আবার গাছ ভেঙে পড়ে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। গত বৃহস্পতিবারই দিল্লির বসন্ত বিহারে দেওয়াল ভেঙে দুই নাবালকের মৃত্যু হয়েছে। ওইদিনই সকালে কালকাজিতে গাছ ভেঙে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।