নতুন দিল্লি, ২১ জুলাই: সংসদ ভবনে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা (President Election 2022 Result)। বেলা ১১টা থেকে শুরু হয় ভোট গণনা। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষেও প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার (Yashwant Sinha) থেকে বড় ব্য়বধানে এগিয়ে রয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের ভোটগণনা হয়েছে প্রথমে। প্রথম রাউন্ডের শেষে দ্রৌপদী মুর্মুর পক্ষে পড়েছে ৫৪০ জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ২২৮টি।
দ্বিতীয় রাউন্ডে প্রথম ১০টি রাজ্যের ব্যালট পেপার বর্ণানুক্রমিকভাবে গণনা করা হয়। তাতে মোট বৈধ ভোট ১ হাজার ১৩৮টি এবং তাদের মোট ভোটমূল্য ১ লাখ ৪৯ হাজার ৫৭৫। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৮০৯টি ভোট, যার মূল্য ১ লাখ ৫ হাজার ২৯৯। যশবন্ত সিনহা ৩২৯টি ভোট পেয়েছেন, যার মূল্য ৪৪ হাজার ২৭৬। আরও পড়ুন: Vice President Election: মার্গারেট আলভার নাম আলোচনায় ডাকা হয়নি, উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়ায় থাকছে না তৃণমূল
If I include the earlier results of Parliament, the grand total so far is 1,886 valid votes valued at 6,73,175 out of which Droupadi Murmu gets 1,349 votes valued at 4,83,299. Yashwant Sinha gets 537 votes, valued at 1,89,876 so far: PC Mody, Secretary General, Rajya Sabha pic.twitter.com/Jw9qLheobl
— ANI (@ANI) July 21, 2022
রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী বলেন, "যদি আমি আগের ফলাফলগুলিকে অন্তর্ভুক্ত করি, তাহলে এখওন পর্যন্ত মোট মোট ১ হাজার ৮৮৬ বৈধ ভোট গণনা হয়েছে। যার মূল্য ৬ লাখ ৭৩ হাজার ১৭৫। যার মধ্যে দ্রৌপদী মুর্মু ১ হাজার ৩৪৯টি ভোট পেয়েছেন। যশবন্ত সিনহা পেয়েছেন ৫৩৭টি ভোট।"