রাত পোহালেই বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Election 2025)। শেষলগ্নের প্রচার ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বুধবা্র বিকেল ৫টার পর আর কোনও দলীয় প্রচার করতে পারবে না কোনও রাজনৈতিক দল। এরমধ্যেও বিহারে একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনা ঘটছে। এদিকে গয়ার বড়চট্টিতে নির্বাচনী প্রচার সেরে দলীয় কার্যালয়ে ফেরার পথে আক্রান্ত হলেন এনডিএ প্রার্থী তথা বিজেপি বিধায়ক জ্যোতি মাঝি। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। আর সেই পাথর লাগে তাঁর বুকে। তড়িঘড়ি বিধায়ককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মগধ মেডিকেল কলেজে। সেখানেই আপাতত সে চিকিৎসাধীন।

গ্রেফতার ২

খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। জ্যোতি মাঝির অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ২ সন্দেহভাজনকে গ্রেফতার এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এদিন বিকেলের দিকে প্রচার সেরে দলীয় কার্যালয়ে ফেরার পথে বড়চট্টি বাজারের থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে বিধায়ক ও দলের কর্মী চা খাচ্ছিলেন। সেই সময় রাস্তার ধারে জঙ্গল থেকে একটি পাথর ছোড়া হয়। যেটি তাঁর গায়ে লাগে।

বিধায়কের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে

হামলার পর এলাকায় খোঁজাখুজি হলে সন্দেহজনক কাউকে দেখতে পারে না বিধায়কের সহকারীরা। বিপদ বুঝে তড়িঘড়ি তাঁকে ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশসূত্রে খবর, কে বা কারা হামলা চালিয়েছে তা দেখতে পারেনি বিধায়ক বা তাঁর কর্মীরা। তবে এই ঘটনায় সন্দেহজনক ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাসপাতালসূত্রের খবর, বিধায়ক আপাতত বিপদমুক্ত রয়েছেন।