দিল্লি, ৭ জানুয়ারি: হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib ) মহিলার মাথায় থুতু দিয়ে তাঁর চুল কেটেছেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। জাভেদ হাবিবের ওই ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হতেই এবার জাতীয় মহিলা কমিশন ওই বিষয়ে হস্তক্ষেপ করল। জাভেদ হাবিব কি ওই মহিলার মাথায় থুতু দিয়ে চুল কেটেছেন! এমন প্রশ্ন উঠতেই এবার জাতীয় মহিলা কমিশনের (NCW) তরফে বিষয়টি নিয়ে তদন্তের আর্জি জানাল।
মহিলা কমিশনের চিঠির পরই বিষয়টি নিয়ে মুখ খোলে মুজফ্ফরনগরের পুলিশ (Police)। মুজফ্ফরনগর পুলিশের তরফে জানানো হয়েছে, জাভেদ হাবিবের বিষয়টি তাঁদের কানে এসেছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে। স্থানীয় পুলিশের তরফেএ বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে জানান মুজফ্ফরনগরের পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: Jawed Habib Spits On Woman's Hair: মহিলার চুলে থুতু ফেললেন জাভেদ হাবিব, ভাইরাল ভিডিয়ো
The matter is being investigated by the local police and necessary actions will be taken: Arpit Vijayvargiya, SP City, Muzaffarnagar on viral video showing hairstylist Jawed Habib allegedly spitting on a woman's hair
(Pic1: Screengrab from the viral video) https://t.co/g31Aj6fwtt pic.twitter.com/rIzi4E0jBA
— ANI (@ANI) January 7, 2022
যদিও জাভেদ হাবিবের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও পালটা মন্তব্য করা হয়নি।