Ajit Pawar takes oath as Maharashtra Minister. (Photo Credits: ANI.Twitter)

মুম্বই, ২ জুলাই: রবিবার দুপুরে মহারাষ্ট্রে আচমকাই শুরু 'পাওয়ার' গেম। ফের ডিগবাজি খেলেন এনসিপি-র শীর্ষ নেতা অজিত পওয়ার। এনসিপি-তে শীর্ষ পদ না পাওয়ায় বিরোধী দলনেতার পদ ছেড়ে সোজা উপমুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শরদ পওয়ারের ভাইপো। শিবসেনার পর ঘর ভাঙছে মহারাষ্ট্রের আরেক বড় দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP)-র। দলের মোট ২৯ জন বিধায়ককে নিয়ে এনসিপি ছেড়ে মহারাষ্ট্র সরকারে যোগ দিচ্ছেন অজিত। দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে শরদ পওয়ারের ভাইপো বিজেপি-র হাত ধরলেন। অজিত যে এনসিপি ছাড়ছেন তা পরিষ্কার। রবিবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজভবনে উপস্থিত হয়েছেন অজিত পওয়ার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের এখন দু জন ডেপুটি। বিজেপির দেবেন্দ্র ফদনবীশ ও এবসিপি-র অজিত পওয়ার। শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে-রা যখন পটনায় বিজেপি বিরোধী জোটের মহাবৈঠকে উপস্থিত থাকছেন, তখন শরদ পওয়ারের ভাইপো মহারাষ্ট্রে বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী হলেন।

মহারাষ্ট্রে আর বিজেপিকে শুধু শিবসেনার বিদ্রোহী একনাথ শিন্ডের ওপর ভরসা করতে হবে না। শরদ পওয়ারের পদত্য়াগ প্রত্য়াহারের পর দল তাঁকে শীর্ষ পদ না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন অজিত পওয়ার। বিজেপি-র দিকে এক পা বাড়িয়ে রাখা শরদ পওয়ারের ভাইপো প্রত্য়াশিত পথই বেছে নিলেন। মহারাষ্ট্রে বিরোধীরা সংখ্য়ার দিক থেকে আরও দুর্বল হয়ে পড়ল। তবে শিন্ডের পর পওয়ারের বিদ্রোহে আরও জমে গেল মারাঠা রাজনীতি। শিবসেনার পর এনসিপি-র ঘরও ভাঙল।।

দেখুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অজিত পওয়ার

দেখুন টুইট

দেখুন ভিডিয়ো

২০১৯ সালে আচমকা বিজেপিকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশের ডেপুটি হিসেবে শপথ নিয়েছিলেন অজিত পওয়ার। কিন্তু কাকা শরদ পওয়ারের ধমক খেয়ে ফের এনসিপি-র নির্দেশ মেনে দলে ফিরে আসেন। পরে শিবসেনা,এনসিপি, কংগ্রেস মহাগঠবন্ধন সরকারের মন্ত্রী হন অজিত।

অজিত পওয়ার চেয়েছিলেন এনসিপি-র রাশ নিতে। কিন্তু শুধুই ক্ষমতার বৃত্তে থাকা, সুবিধাবাদী তকমা থাকা অজিতকে তার তৈরি করা দলের চাবিকাঠি দেননি শরদ পওয়ার। পরিবর্তে শরদ তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে এবং ঘনিষ্ঠ প্রফুল্ল প্য়াটেলকে এনসিপি-র কার্যকরী সভাপতি করেন। অজিত পাওয়ারকে দলের কোনও বড় দায়িত্বই দেওয়া হয়নি। এরপরই অজিত সিদ্ধান্ত নেন বিজেপির হাত ধরার। নিজের সঙ্গে দলের মোট ২৯জন বিধায়ককে পাশে পেয়েছেন অজিত। যেখানে মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির মোট ৫৪ জন বিধায়ক আছে।