Rahul Gandhi & Priyanka Gandhi (Photo Credit: X)

ইউপি-র রায়বারেলি-তে সাংসদ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কেরলের ওয়ানাড় থেকে পদত্যাগ করেন কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী। ` এই প্রথম ভোটের ময়দানে ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা। দেশের সংসদে ঢুকতে প্রিয়াঙ্কাকে আাগমী ১৩ নভেম্বর ওয়ানাড় লোকসভার উপনির্বাচনে জিততে হবে। সোনিয়া গান্ধী রাজ্যসভায় চলে যাওয়ার পর, এবার লোকসভায় রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কাকে দেখতে অধীর অপেক্ষায় কংগ্রেস কর্মীরা। আর প্রিয়াঙ্কার বিরুদ্ধে কোঝিকোড় পুরসভার মহিলা কাউন্সিলর নাভিয়া হরিদাস (Navya Haridas )-কে প্রার্থী করল বিজেপি। কাউন্সিলের পাশাপাশি তিনি কেরল বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা। কালিকুট বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়র নাভিয়া হরিদাস ওয়ানাড়ে বিজেপি প্রার্থী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-কে ধন্যবাদ জানিয়েছেন।

প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার বিরুদ্ধে সিপিআই প্রার্থী করেছে কেরলে দলের রাজ্য কমিটির সদস্য সত্যয়ান মোকেরি-কে। ২০১৯ লোকসভায় প্রথমবার ওয়ানাড থেকে দাঁড়িয়েছিলেন রাহুল। উত্তর প্রদেশের আমেথির পাশাপাশি ওয়ানাডেও দাঁড়ান সোনিয়া তনয়। স্মৃতি ইরানির কাছে আমেথি-তে হারলেও ওয়ানাডে রেকর্ড ভোটে জিতে সংসদ হয়েছিলেন রাহুল। তখন থেকেই ওয়ানাড-কে দক্ষিণ ভারতের গান্ধীগড় বলা হচ্ছে।

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ওয়ানাডে বিজেপির প্রার্থী নাভ্য হরিদাস

ক'মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে ওয়ানাড় কেন্দ্রে রাহুল গান্ধী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের অ্যানি রাজা-কে ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে হারান। সেখানে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী তথা কেরল বিজেপি সভাপতি কে সুন্দ্রেদ্রান পেয়েছিলেন মাত্র ১ লক্ষ ৪১ হাজার ভোট। ২০১৯ লোকসভায় রাহুল ওয়ানাড থেকে রেকর্ড ৪ লক্ষ ৩২ হাজার ভোটে জিতেছিলেন। আগামী ১৩ নভেম্বর ওয়ানাডে লোকসভা উপনির্বাচন, ফলপ্রকাশ ২৩ নভেম্বর।