
Delhi Minor Rape: অবশেষে দিল্লির নাবালিকাকে খুন-ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Delhi Police)। নেহরু বিহারে ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর খুন কাণ্ডে অভিযুক্ত নৌশাদকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ। রাজধানী শহরে গত শনিবার রাতে ৯ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ করে হত্যার পর দেহ স্যুটকেসে ভরে বন্ধ করে ফেলে পালায় অভিযুক্ত। এই খুন-ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত নৌশাদের খোঁজ করছিল দিল্লি পুলিশ। সেই নৌশাদকে এদিন ওয়েলকা-ঝিল পার্ক অঞ্চলে নাটকীয় কায়দায় গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ দল। নৌশাদ পালানোর সময় পুলিশ কর্মীদের ওপর ব্লেড দিয়ে আক্রমণের চেষ্টা করে বলে জানানো হয়েছে। পকসো আইনে অভিযুক্ত নৌশাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ
কিশোরীর ধর্ষণ-খুনে রাস্তায় নেমে প্রশাসনের বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই ধর্ষণ কাণ্ডে চাপে সরকার। দোতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে ঢুকে একটি সুটকেসে মেয়েকে অচৈতন অবস্থায় দেখতে পান তার বাবা।
দেখুন খবরটি
Naushad, accused of rape and murder of a minor in Delhi's Dayalpur area, apprehended following an encounter between the police and the accused in Welcome-Jheel Park area today. During the encounter, Naushad attacked police personnel with a blade: Delhi Police
— ANI (@ANI) June 10, 2025
মেয়েটির বাবা দেহ উদ্ধার করেছিলেন
দেহ উদ্ধারের সময় নাবালিকার শরীরে কোনও পোশাক ছিল না। ৯ বছরের মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে ছিলেন। সেখানকার CCTV ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে তদন্ত এগোয়। তদন্ত যত এগিয়ে যায়, ততই অভিযুক্ত হিসেবে নৌসাদের নাম সামনে আসে।