মুম্বই: সন্দেহভাজন আল কায়েদা (AL-Qaeda) ও ISIS জঙ্গিদের সন্ধানে মহারাষ্ট্রের (Maharastra) রাজধানী মুম্বই (Mumbai) ও কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুর (Bengaluru) বিভিন্ন জায়গায় শনিবার তল্লাশি (Searches) চালাচ্ছেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-এর তদন্তকারীরা।
তদন্তকারীদের সংস্থার কাছে খবর আসে আল কায়েদা ও আইএসআইএসের সঙ্গে যোগাযোগ রেখে মুম্বই ও বেঙ্গালুরুর কিছু সন্দেহভাজন ব্যক্তি ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর চেষ্টা করছে। দেশের ঐক্য, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় বিপদ তৈরির চেষ্টা করছে। এই খবর পাওয়ার পরেই মুম্বই ও বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধান চালানো হচ্ছে।
সূত্রের খবর, সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানোর সময় ডিজিটাল ডিভাইস ও আপত্তিকর ডকুমেন্ট বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসেই কর্নাটকের ছটি এলাকায় তল্লাশি চালিয়ে শিবমোগ্গা-ইসলামিক স্টেট ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে এনআইএ। তল্লাশি চালানো হয়েছিল দক্ষিণ কানাডা, শিবমোগ্গা, দাবানগেরে ও বেঙ্গালুরুতে। এর ফলে উদুপির ব্রামাভারের ভরমবল্লী থেকে রেশান তাজুদ্দিন শেখ ও শিবমোগ্গা থেকে হুজাহির ফারহান বেগকে গ্রেফতার করা হয়।