ভোপাল: এবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) খোঁজ পাওয়া গেল আইএসআইএসের মডিউলের (ISIS-linked terror module)। মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় যৌথভাবে তল্লাশি চালান মধ্যপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরর স্কোয়াড (MP police ATS) ও জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-এর আধিকারিকরা। আর তাতেই সন্ধান মেলে সিরিয়া ও ইরাকের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএসের মডিউলের। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের গ্রেফতারির খবর পাওয়া গেছে।
যৌথ বাহিনীর তরফে প্রকাশিত বিবৃতি থেকে জানা গেছে, ধৃত তিনজন হল সৈয়দ মামুর আলি, মহম্মদ আদিল খান এবং মহম্মদ শাহিদ। তাদের জব্বলপুর (Jabalpur) থেকে গ্রেফতার করে শনিবার ভোপালের (Bhopal) বিশেষ এনআইএ আদালতে (NIA Special Court) তোলা হয়।
ওই বিবৃতি থেকে আরও জানা গেছে যে ২৬-২৭ মে রাতে জব্বলপুরের ১৩টি জায়গায় তল্লাশি চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় ধারালো অস্ত্র, বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি, আপত্তিকর কাগজপত্র ও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।
NIA busts ISIS-linked terror module in MP, arrests three persons during raids
Read @ANI Story | https://t.co/X4iVXxj9pJ#NIA #Jabalpur #MadhyaPradesh pic.twitter.com/BF1JgM3PiJ
— ANI Digital (@ani_digital) May 27, 2023