প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পুনে: নিজেদের মধ্যে বক্সিং প্রতিযোগিতার (Boxing Competition) আয়োজন হয়েছিল। তাতে অংশ নিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হল ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির স্কোয়াড্রন ক্যাডেট ক্যাপ্টেন পার্থম মাহালের (Squadron Cadet Captain Pratham Mahale)। এই ঘটনায় মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (National Defence Academy)।

পুনের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক জানান, খড়কওয়াসলার (Khadakwasla) ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি স্কোয়াড্রন ক্যাডেট ক্যাপ্টন পার্থম মাহালের মৃত্যুতে শোকাহত। মহারাষ্ট্রের (Maharashtra) বাসিন্দা ওই ক্যাডেট ২০২১ সালের ১৮ এপ্রিল ১৪৫ নম্বর কোর্সে যোগ দেন। গত ১৬ অক্টোবর তিনি ইন্টার স্কোয়াড্রন বক্সিং প্রতিযোগিতায় (Inter Squadron Boxing Competition) অংশ নিয়ে মাথায় চোট (head injury) পান। সঙ্গে সঙ্গে তাঁকে পুনের কমান্ড হাসপাতালে (Command Hospital) নিয়ে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করার জন্য অপারেশনও করা হয়। চিকিৎসকরা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেও ওই ক্যাডেটকে আর বাঁচাতে পারেননি। ওই সাহসী ক্যাডেটের মৃতদেহ জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি, খড়কওয়াসলায় পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে পৌঁছনো হয়েছিল। তারপর সেখানে জাতীয় প্রতিরক্ষা একাডেমি ভাইস অ্যাডমিরাল অজয় ​​কোচার, এভিএসএম, এনএম, কমান্ড্যান্ট মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করা করেন। এনডিএ এই শোকের মুহুর্তে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আরও পড়ুন: Rahul & Priyanka Gandhi: তেলাঙ্গানায় রাহুল ও প্রিয়াঙ্কার রোডশো-তে জনজোয়ার, দেখুন ভিডিয়ো