
নাসিকে ভাঙা হল সাত পীর বাবার দরগা (Saat Peer Baba Dargah)। বম্বে হাইকোর্টের (Bombay High Court) নির্দেশে ভাঙা হল দরগাটি। এই নিয়ে মঙ্গলবার রাত থেকেই উত্তপ্ত হয়েছিল নাসিকের কাঠে গাল্লি এলাকা। বুধবার সকালে কড়া নিরাপত্তার মাঠে ভাঙা হয় এই দরগা। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পৌরসভার পক্ষ থেকে দরগার একাংশ ভাঙতে গিয়েছিল। সেই সময় দরগা ভাঙা আটকাতে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ দেখায়। আন্দোলনকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা ইটবৃষ্টি করেছিল আন্দোলনকারীরা। তাতে কমপক্ষে ২১ জন পুলিশ ও সিভিক আহত হয়েছিলেন।
গ্রেফতার হামলাকারীরা
মঙ্গলবারের ঘটনার পর ১৫ জন হামলাকারীকে চিহ্নিত করে আটক করে পুলিশ। তারপর আজ সকালে দরগার একাংশ ভাঙা হয়। গত ১ এপ্রিল হাইকোর্টের নোটিশ দরগার কমিটির সদস্যদের হাতে দেওয়া হয়। তারপর থেকে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল ধর্মীয়স্থানটি খালি করার জন্য। এবং কমিটির সদস্যরা আদালতের রায়কে গ্রহণ করেছিল বলে খবর। পুরসভার তরফ থেকে বলা হয়েছিল দরগাটি অবৈধভাবে তৈরি করা হয়েছে, তাই সেটি সড়াতে হবে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Maharashtra: Nashik Municipal Corporation demolished Saat Peer Baba Dargah in Nashik earlier this morning. Bombay High Court had issued orders for the removal of the dargah, finding it unauthorised while hearing a plea.
Police say that residents and Trustees had… pic.twitter.com/0LHERfYMEi
— ANI (@ANI) April 16, 2025
আহত হয়েছিলেন পুলিশকর্মীরা
এই নিয়ে তখন থেকেই চাপানউতোর চলছিল। এরপর গতকাল সেটি ভাঙার জন্য পুরকর্মীরা গেলে তাঁদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। তারপরেই দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছন অনেকেে। যারমধ্যে ২১ জনই ছিলেন পুলিশকর্মী। যদিও বুধবার দরগা ভাঙা রুখতে কেউ এগিয়ে আসেননি।