Narendra Modi, Xi Jinping (Photo Credit: X)

দিল্লি, ২৮ অগাস্ট: শেষ পর্যন্ত চিনের প্রেসিডেন্টের (Narendra Modi-Xi Jinping Meet) সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিপোর্টে প্রকাশ, আগামী ৩১ অগাস্ট ভারতের (Indian PM) প্রধানমন্ত্রী এবং চিনের প্রেসিডেন্ট (Chinese President)  বৈঠকে বসতে পারেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO Summit) যে বৈঠক তিয়ানজিনে বসবে, সেখানে হাজির হয়েই দুই রাষ্ট্রনেতা সময় বের করে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বৈঠকে বসবেন বলে খবর মিলছে।

সম্প্রতি জানা যায়, চিন সফরের সময় শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এশিয়ার বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে মোদী বৈঠক করবেন। সেই অনুযায়ী এবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের দিনক্ষণ সামনে এল।

ডোনাল্ড ট্রাম্প যে ৫০% শুল্ক ভারতের উপর আরোপ করেছে, তার জেরে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করেছে। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যখন দোলাচল চলছে, সেই সময় ভারত এবং চিনের ফের নতুন করে কাছাকাছি আসার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে জোরদার চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনও ফোন ধরছেন না। গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটনের তরফে দিল্লিতে বার বার  ডায়াল করা হলেও, মোদী ফোন ধরেননি বলে জানা যায়। একটি জার্মান সংবাদপত্রের তরফে ওই খবর প্রকাশ করা হয়। যা নিয়ে অবশ্য ওয়াশিংটন বা দিল্লির তরফে কোনও মন্তব্য করা হয়নি।