নয়াদিল্লি: আগামী ১৮ মার্চ ভিডিয়ো কনফারেন্সের (video conference) মাধ্যমে ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh) ফ্রেন্ডশিপ পাইপলাইনের (Friendship Pipeline) উদ্বোধন (inaugurate) করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi) ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister of Bangladesh Sheikh Hasina) । বৃহস্পতিবার বিকেলে একথাই জানানো হল ভারতের প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে।
Prime Minister Narendra Modi and Prime Minister of Bangladesh, Sheikh Hasina will inaugurate the India-Bangladesh Friendship Pipeline on 18th March via video conference: PMO
(File photo) pic.twitter.com/07q98sqfTM
— ANI (@ANI) March 16, 2023
এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের তরফে আরও জানানো হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে এই প্রথম কোনও ক্রস বর্ডার এনার্জি পাইপলাইন (first cross border energy pipeline) তৈরি করা হচ্ছে। এই পাইপলাইন তৈরির জন্য আনুমানিক ৩৭৭ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশেই পাইপলাইন তৈরি করতে খরচ হবে আনুমানিক ২৮৫ কোটি টাকা। ভারত সরকারের তরফ থেকেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
This is the first cross border energy pipeline between India and Bangladesh, built at an estimated cost of Rs 377 crore, of which the Bangladesh portion of the pipeline built at a cost of approx. Rs 285 crore, has been borne by the Govt of India under grant assistance: PMO
— ANI (@ANI) March 16, 2023
এই পাইপলাইনের মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ এক মিলিয়ন মেট্রিক টন (MMTPA) হাইস্পিড ডিজেল (High-Speed Diesel) সরবরাহ করা যাবে। এর মাধ্যমে বাংলাদেশের উত্তরপ্রান্তে (northern Bangladesh) অবস্থিত সাতটি জেলায় হাইস্পিড ডিজেল সরবরাহ করা হবে। আরও পড়ুন: Drugs Seized At IGI Airport: দোহা থেকে আসা মহিলা যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত প্রায় ৫ কোটি টাকার মাদক, দেখুন ভিডিয়ো
The Pipeline has a capacity to transport 1 Million Metric Ton Per Annum (MMTPA) of High-Speed Diesel (HSD). It will supply High Speed Diesel initially to seven districts in northern Bangladesh: PMO
— ANI (@ANI) March 16, 2023