নয়াদিল্লিঃ সোমবার সকাল রাশিয়ার (Russia) উদ্দেশে উড়ে গেলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ সকালে দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে রাশিয়ার উদ্দেশে উড়েছে প্রধানমন্ত্রীর বিমান। দু'দিনের রাশিয়া সফর শেষে সেখান থেকে যাবেন অস্ট্রিয়া (Austria)। তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়ায় পা রাখবেন নমো। ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতেই রাশিয়ায় গেলেন মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরে নেবেন এই ফাঁকে। কূটনৈতিক মহলের মতে, এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সহযোগিতা ও বন্ধুত্ব মজবুত করতে মোদিকে বিশেষ বার্তা পাঠিয়েছে মস্কো ও ভিয়েনা। এই দুই সফরকে 'ঐতিহাসিক' বলে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদী। আগামী ১০ ই জুলাই দেশে ফিরিবেন নমো। মোদী সফর নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্ক,প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হবে।

দিল্লি বিমানবন্দরে