Modi, Putin, Biden.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ৯ জুলাই:  নরেন্দ্র মোদীর (Narendra Modi)  রাশিয়া সফর নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল আমেরিকা (America) । ইউক্রেনের সঙ্গে রাশিয়ার (Russia) দ্বন্দ্বের সময় থেকে মস্কোর সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে দিল্লি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন বিশেষ সেনা অভিযান শুরু করে ইউক্রেনে, তখন থেকে এই পর্যন্ত নরেন্দ্র মোদীকে রাশিয়া সফরে দেখা যায়নি। তবে এবার তৃতীয়বার ক্ষমতায় ফিরে প্রথমেই মস্কো সফরে মোদী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুদ করতেই মোদী এবার রাশিয়া সফরে গিয়েছেন। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ওয়াশিংটন।

আরও পড়ুন: Narendra Modi Russia Visit: রুশ সেনায় কর্মরত ভারতীয়রা নিরাপদে দেশে ফিরবেন, মোদীর রাশিয়া সফরের প্রথম দিনেই কূটনৈতিক জয় ভারতের

রাশিয়া সফরে মোদীর সঙ্গে পুতিনের কী আলোচনা হয় এবং ভারতের প্রধানমন্ত্রী এ বিষয়ে কী বলেন, সেদিকে নজর রয়েছে বলে জানায় আমেরিকা। মার্কিন মুলুকের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্য়াথিউ মিলার বলেন, রশিয়া সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী যে বিবৃতি দেবেন, সে বিষয়ে ওয়াশিংটনের নজর রয়েছে।

পাশাপাশি ভারত বা অন্য কোনও দেশ যখন রাশিয়ার সঙ্গে কথা বলবে, দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেবে নিজেদের, সেই সময় ইউক্রেনের পরিস্থিতির উপরও জর রাখা উচিত। ইউক্রেনে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সে বিষয়ে নজর রাখা উচিত বলে মন্তব্য করা হয় আমেরিকার তরফে।