বারাণসী, ১৪ মে: উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টানা তিনবার বারাণসী তেকে জেতার লক্ষ্যে নেমেছেন মোদী। এবার মোদীর লক্ষ্য বারাণসীতে আরও বড় মার্জিনে জয়। মনোনয়ন জমা দেওয়ার পরই হলফানামায় জমা দেওয়া তথ্য থেকে জানা গেল মোদীর সম্পত্তি, ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য। বারাণসীর প্রার্থী হিসেবে নির্বাচনী তথ্যে দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী-র কাছে আছে নগদ মাত্র ৫২ হাজার ৯২০ টাকা। ৭৩ বছরের গুজরাটের আমেদাবাদের বাসিন্দা মোদীর অস্থাবর সম্পত্তি আছে ৩ কোটি ২ লক্ষ টাকার।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের প্রধানমন্ত্রী মোদীর নিজস্ব কোনও জমি, বাড়ি ও গাড়ি নেই। আরও পড়ুন-চতুর্থ দফা শেষেই সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে গিয়েছে মোদী সরকার, বাকি তিনে হবে ৪০০ পার, বনগাঁর জনসভায় দাবি অমিত শাহর
তবে মোদীর আয়করের আওতায় থাকা রোজগার গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে। ২০১৮-১৯ আর্থিক বছরে মোদীর আয়করের আওতায় থাকা রোজগার ছিল ১১ লক্ষ টাকা। পাঁছ বছরে সেটা বেড়ে হয়েছে সাড়ে ২৩ লক্ষ টাকা।
দেখুন পোস্টটি
Filed my nomination papers as a candidate for the Varanasi Lok Sabha seat. It is an honour to serve the people of this historic seat. With the blessings of the people, there have been remarkable achievements over the last decade. This pace of work will get even faster in the… pic.twitter.com/QOgELYnnJg
— Narendra Modi (@narendramodi) May 14, 2024
হলফনামায় জমা দেওয়া তথ্যে মোদীর শিক্ষাগত যোগ্যতায় দেখা যাচ্ছ, তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে স্নাতক পাশ করেছেন। এরপর ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয়ে মোদী এমএ পাশ করেন। নিজের স্ত্রী-র নামে মোদী লেখেন যশোদাবেন-এর নাম।