নয়াদিল্লিঃ ২০২৩ ওডিয়াই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)পরই হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ছিল। তবে তাঁকে ২০২৪ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থেকে যাওয়ার জন্য রাজি করিয়েছিলেন বিসিসিআই (BCCI) কর্তারা। আর এ বার জয়ের হাসি দিয়েই শেষ হল 'দ্রাবিড় সভ্যতা।' বিশ্বজয়ের মাধ্যমে ইনিংস শেষ করলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। শনিবার এক অন্য দ্রাবিড়কে দেখল ক্রিকেটবিশ্ব। যে দ্রাবিড়কে আগে এমন ছক ভাঙা উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়নি। ভারতের হাতে বিশ্বকাপ উঠতেই, চোখের জল ধরে রাখতে পারেননি 'দ্য ওয়াল।' ডাগআউট থেকে সোজা নেমে আসেন মাঠে। বুকে জাপটে ধরেন রোহিত-বিরাটদের। পিঠ চাপড়ে বুকে টেনে নেন 'ব্যাড বয়' হার্দিকেকে। আর ভারতের এই জয়ের কৃতিত্ব রাহুলের হাতেই তুলে দিচ্ছেন খোদ নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, "রাহুল দ্রাবিড়ের অনবদ্য কোচিং ভারতীয় ক্রিকেটকে এই সাফল্যের রূপ দিয়েছে। ওঁর অদম্য জেদ, বিচক্ষণতা, দূরদর্শীতার জোরেই ভারতীয় দল গড়ে উঠেছে।"এখানেই শেষ নয় তিনি আরও বলেন, "এই অবদানের জন্য ভারতবাসী ওঁর কাছে কৃতজ্ঞ। ওঁকে বিশ্বকাপ জিততে দেখে খুশি। ওঁকে অভিনন্দন জানিয়েও খুশি।" শুধু মোদীই নন, ভারতের এই জয়ের নেপথ্য নায়ক দ্রাবিড়কে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ হাতে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, "আমাদের থেকেও দ্রাবিড়ের বেশি প্রাপ্য এই বিশ্বকাপটা। আমরা গোটা দল কোচকে এই ট্রফিটা দিতে চেয়েছিলাম।" বিদায়ী কোচ দ্রাবিড়ের প্রতি সম্মান জানিয়ে রোহিত আরও যোগ করেন, "বিগত ২০-২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য তিনি যা করেছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই বিশ্বকাপটা দ্রাবিরের ঝুলিতে দরকার ছিল।" প্রসঙ্গত, রবিবার সকালে ব্যক্তিগতভাবে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাঁদের অভিনন্দন জানিয়েছেন মোদী।
Rahul Dravid’s incredible coaching journey has shaped the success of Indian cricket.
His unwavering dedication, strategic insights and nurturing the right talent have transformed the team.
India is grateful to him for his contributions and for inspiring generations. We are… pic.twitter.com/8MKSPqztDV
— Narendra Modi (@narendramodi) June 30, 2024