ভার্টিকাল লিফট রেল ব্রিজ উদ্বোধন করলেন মোদী (ছবিঃX)

রাম নবমী(Ram Navami 2025)র সকালে নয়া রেল সেতু উদ্বোধন করেন(PM Narendra Modi)। তামিলনাড়ুর(Tamil Nadu) মণ্ডপম শহর(Cuty) থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই সেতু ভারতের প্রথম ভার্টিকাল লিফট রেল ব্রিজ। উন্নত এই সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গত দশ বছরে সরকার দেশের সর্বত্র উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার  জন্য পরিকাঠামো শক্তিশালী করতে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। রামেশ্বরমে পাম্বানে সমুদ্রের উপর জাহাজ চলাচল করতে পারবে এ রকম স্বয়ংক্রিয়  রেল সেতুর উদ্বোধনের পাশাপাশি তিনি তামিলনাড়ুতে ৮৩০০ কোটি টাকার রেল ও সড়ক সংক্রান্তএকগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন।  এর পর রামেশ্বরমে এক জনসভায় ভাষণ দিতেগিয়ে তিনি বলেন যে তামিলনাড়ুর উন্নয়ন দেশের উন্নয়নেও অবদান রাখে যা বিকশিত ভারত গড়তে সহায়ক হবে।

এই সমুদ্র সেতুকে বর্তমান শতাব্দীরএকটি বিস্ময় বলে উল্লেখ করে তিনি সেতুর জন্য কাজ করা ইঞ্জিনিয়ারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি বলেন এই সেতুর ফলে জাহাজ এবংট্রেন সমানভাবে চলাচল করতে পারবে।  ফলস্বরূপ ব্যবসা, বাণিজ্য, পর্যটনের সুবিধা হবেএবং কর্মসংস্থানের আরও সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী আরও বলেন  প্রাচীন রামেশ্বরম মন্দিরে প্রার্থনা করে প্রকল্পটি হস্তান্তর করা তার কাছে একটি মূল্যবান মুহূর্ত। তামিলনাড়ুর পরিকাঠামোগত উন্নয়নকে তাঁর সরকার অগ্রাধিকার দেয় বলে উল্লেখ করে তিনি জানান,  গত এক দশকে তামিলনাড়ুর রেল বাজেট সাতগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে তার বক্তব্যে তিনি বলেন দেশে সড়ক, বিমানবন্দর,বন্দর, জ্বালানী এবংপরিকাঠামোর জন্য বরাদ্দ ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় মালবাহী করিডোর এবং বন্দে ভারত, অমৃত ভারত এবং নমো ভারত রেল প্রকল্পগুলি একটি শক্তিশালী পরিবহন ব্যবস্থা গড়ে তুলেছে।

প্রধানমন্ত্রী জানান, গত দশ বছরে কেন্দ্রের প্রচেষ্টার কারণে শ্রীলঙ্কার কারাগার থেকে ৩৭০০ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্ত করা গেছে। এ বছরই ৬০০জনেরও বেশি কারামুক্ত হয়েছেন। ।