Narendra Modi Kashmir Visit (Photo Credits: ANI)

শ্রীনগর, ৬ জুনঃ পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর প্রথমবার কাশ্মীরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রভাগা নদীর উপর নবনির্মিত ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ অঞ্জী ব্রিজের উদ্বোধন করতে শুক্রবার ৬ জুন কাশ্মীরে এলেন মোদী। নমোর হাত দিয়ে এদিন ভূ-স্বর্গে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে। কাটরা থেকে শ্রীনগর এবং কাশ্মীর থেকে কাটরা ছুটবে বন্দে ভারত। এছাড়াও কাশ্মীরের জন্যে ৪৬ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন মোদী। উদ্বোধনী অনুষ্ঠানের পর কাটরায় আয়োজিত হয়েছিল জনসভা। কাটরার জনসভার মঞ্চে দাঁড়িয়ে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বললেন, 'পহেলগাম হামলায় জম্মু ও কাশ্মীরের উন্নয়ন থেমে থাকবে না। এটি নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। এখানকার তরুণ সমাজের স্বপ্ন পূরণের পথে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে আগে মোদীর সঙ্গে মোকাবিলা করতে হবে'।

'জঙ্গি হামলায় জম্মু ও কাশ্মীরের উন্নয়ন থেমে থাকবে না'

২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিদের হামলায় পর্যটকদের বাঁচাতে গিয়ে প্রাণ খুইয়েছেন স্থানীয় সহিস আদিল হুসেন। এদিন প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসেছে আদিলের প্রসঙ্গও। মোদী বলেন, 'এখানে কেউ ঘোরা চালান তো আবার কেউ পর্যটকদের গাউড সকলকে মারার ষড়যন্ত্র করেছিল পাকিস্তান। জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে মারা গিয়েছেন আদিল।

কাশ্মীর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী

উল্লেখ্য, ৬ জুন কাশ্মিরে এসেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। ঠিক এক মাস আগে ৬ মে রাতে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায় ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই প্রসঙ্গে টেনে মোদী বলেন, '৬ মে রাতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছিল। পাক সেনা কিংবা জঙ্গিরা কল্পনাও করতে পারেনি ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে এইভাবে হামলা চালাবে। ওদের সন্ত্রাসবাদের ইমারত কয়েক মিনিটের অভিযানে ধ্বংসাবশেষে পরিণত করবে'।