নয়াদিল্লি: ষষ্ঠবারের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী (PM of Israel) নির্বাচিত হওয়ার জন্য বুধবার ফোন করে বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) অভিনন্দন (congratulate) জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ফোনে (telephone) বেশ কিছুক্ষণ কথা হয় বলে জানা গেছে।
গত ১ নভেম্বর ভোট হয়েছিল ইজরায়েলে। সেই ভোটে ১২০টি আসনের মধ্যে ৩২টিতে জয়ী হয় দক্ষিণপন্থী লিকুদ পার্টি। দেখা যায়, ২৪টি আসনে জিতেছে ইয়ার লেপিদের রাজনৈতিক দল ইয়েশ আতিদ। এই পরিস্থিতিতে মধ্যপন্থী ও কট্টর দক্ষিণপন্থী দলগুলি সমর্থনের বার্তা দেয় বেঞ্জামিন নেতানিয়াহুকে। নেসেটে বেঞ্জামিনের প্রতি ৬৩ জন সমর্থন জানায়। মধ্যপন্থী ও দক্ষিণপন্থী দলগুলির কাছ থেকে সমর্থন পেয়ে ফের ১৮ মাস পরে ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে বসেন বেঞ্জামিন নেতানিয়াহু।
এর আগে ২০২১ সালের জুন মাসে বেঞ্জামিন নেতানিয়াহু-র নেতৃত্বাধীন সরকার সরিয়ে ইজরায়েলে আসে নতুন সরকার। কিন্ত, ক্ষমতাসীন রাজনৈতিক জোটের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সরকারের পথ চলার প্রথম থেকেই। পরিস্থিতি এমন জায়গায় যায় যে ফের ভোটের পথে হাঁটে ইজরায়েল। এই নিয়ে গত ৫ বছরে ৪ বার নির্বাচন হয় সেখানে। আর শেষবারের নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রীর পদে বসেন বেঞ্জামিন নেতানিয়াহু।
Prime Minister Narendra Modi speaks on telephone with Benjamin Netanyahu, congratulates him for getting elected as PM of Israel for the sixth time. pic.twitter.com/EhMqqX3sMp
— ANI (@ANI) January 11, 2023