নয়াদিল্লিঃ সম্পন্ন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) রাশিয়া এবং অস্ট্রিয়া সফর (Austria Visit)। ইতিমধ্যেই বিদেশ সফর সেরে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন নমো। প্রায় চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রিয়ায় (Austria) পা দিয়েছেন তিনি। উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে মোদীকে স্বাগত জানিয়েছে অস্ট্রিয়া। একদিনের অস্ট্রিয়া সফরে নানা কর্মসূচী ছিল প্রধানমন্ত্রীর। কথা বলেন শিক্ষাবিদ, গবেষক এবং বৈজ্ঞানিকদের সঙ্গে। দেখা করেন ভিয়েনার বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে। তাঁদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, "ভারত যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে। ভারতকে বিশ্ব ভ্রাতৃত্বের সদস্য হিসেবে দেখা হচ্ছে। ভারত সবসময় শান্তি ও সমৃদ্ধির পক্ষে। এই ভূমিকাকে ভারত আরও মজবুত করবে" টুইট করে তিনি বলেন, "আমার অস্ট্রিয়া সফর ঐতিহাসিক এবং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমাদের দেশগুলির মধ্যে বন্ধুত্বে নতুন শক্তি যোগ হয়েছে। ভিয়েনায় থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার, সরকার এবং জনগণকে এই সুন্দর আতিথেয়তা এবং স্নেহের জন্য কৃতজ্ঞতা জানাই। "
নরেন্দ্র মোদীর টুইট
Prime Minister Narendra Modi tweets, "My visit to Austria has been historic and immensely productive. New vigour has been added to the friendship between our nations. I am glad to have attended diverse programmes while in Vienna. Gratitude to Chancellor Karl Nehammer, the… pic.twitter.com/7cP8QNCufn
— IANS (@ians_india) July 10, 2024
শুনুন কী বলছেন নরেন্দ্র মোদী
Austria: "After 60 years, a government has got the opportunity to serve for the third consecutive time... The mandate given by the people is proof of the fact that India wants stability and continuity," says PM Modi at a community event in Vienna pic.twitter.com/JFrxQahlPV
— IANS (@ians_india) July 10, 2024