মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত বারাণসী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)  জিতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। জয়ের পর আজ, মঙ্গলবার প্রথমবার সংসদীয় এলাকা বারাণসীতে (Varanasi) যাচ্ছেন তিনি । বারাণসী পৌঁছেচ মেহেদিগঞ্জে কিষাণ সম্মান সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর, কাশী (Kashi) বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন এবং দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেবেন। এ সময় মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মোদী। সেখান থেকে হেলিকপ্টারে চেপে সরাসরি মেহেদীগঞ্জ জনসভাস্থলে যাবেন এবং কৃষকদের জনসভায় ভাষণ দেবেন। ২০ হাজার কোটি টাকার কিষাণ সম্মান নিধি ৯.২৬ কোটি উপকারভোগী কৃষকদের অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে স্থানান্তর করা হবে বলে জানা গিয়েছে৷ এ ছাড়া স্বনির্ভর গোষ্ঠীর ৩০ হাজার মহিলাকেও শংসাপত্র দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সেজে উঠছে বারাণসী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জয়ের পর এটাই মোদীর প্রথম বারাণসী সফর। মনোনয়নের আগে বাবা বিশ্বনাথ এবং মা গঙ্গাকে দর্শন করেছিলেন। আজ ফের বিশ্বনাথের দরবারে মাথা ঠেকাবেন নমো। মঙ্গল রাতটা বারাণসীতে কাটিয়ে বুধবার বিহারের নালন্দার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে সেজে উঠছে বারাণসী