বারাণসীঃ গতকাল, মঙ্গলবার বারাণসী লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে শিবক্ষেত্র কাশী থেকেই জয়ী হয়েছিলেন। আবার ফের জয়রথ ধরে রাখার লক্ষ্যে নেমে পড়েছেন তিনি। গতকাল, বারাণসীর দশাশ্বমেধ ঘাটে ও কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বেলা ১২ টা নাগাদ মনোনয়ন পেশ করেন তিনি।
এক কথায় গতকাল, বারাণসীতে ছিল উৎসবের আমেজ। মোদী আসায় ব্যবসা বেড়েছে বলেও দাবী করছেন সন্তোষ সাহানি নামক ঘাটের এক নৌকাচালক।সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মোদী আসায় ব্যবসা বেড়ে দ্বিগুণ হয়েছে। তাঁর কথায়, " শুরু থেকেই আমরা হ্যান্ডবোট চালাই। তবে মোদী আসায় আমাদের ভাগ্য খুলে গিয়েছে। আমাদের মুখে হাসি ফুটেছে। প্রত্যেক বছর উনি আসুক। আমাদেরও ব্যবসাও বাড়বে তাহলে।"
মোদী আসায় বহু মানুষ বারাণসীতে ভিড় জমিয়েছিলেন গতকাল। তাঁরাই এই সব নৌকা চালকদের কাছে লক্ষ্মী। তাই মোদীকেই ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে চান এই নৌকাচালক, সাফ জানান শেষে।
#WATCH | Uttar Pradesh | On PM Modi's visit, a boatman & resident of Varanasi, Santosh Sahani says, "...Since PM Modi has come, our work is going well. We want him to come every year and our work will grow, what else do we want. Things have changed now, and tourists are coming… pic.twitter.com/ObFAF2o3Sj
— ANI (@ANI) May 15, 2024