Narayana Murthy On PM Modi (Photo Credit: Latestly)

বেঙ্গালুরু, ১৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (PM Narendra Modi) একমাত্র মানুষ যিনি সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন। বিজেপি সাংসদ (BJP MP) তেজস্বী সূর্যকে (Tejasvi Surya) এবার এমনই বললেন ইনফোসিসের কর্ণধর নারায়ণমূর্তি। সম্প্রতি নারায়ণ মূর্তির সঙ্গে সাক্ষাৎ হয় বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্যর। সেই ছবি তেজস্বী নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন। আর সেখানেই তিনি লেখেন, নায়ারণমূর্তি তাঁকে কী কী বলেছেন। তেজস্বী সর্যের সঙ্গে প্রায় ২ ঘণ্টার হঠাৎ আলাপচারিতায় নারায়ণমূর্তি (Narayana Murthy) বিভিন্ন ধরনের কথা বলেন। সেখানে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স থেকে বিভিন্ন বিষয় উঠে আসে।

বিমান  যাত্রার ওই আলাপচারিতাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গও ওঠে তেজস্বী সূর্য এবং নারায়ণমূর্তির মাঝে। প্রধানমন্ত্রীর কথা উঠতেই নারায়ণমূর্তি বলেন, তাঁর পরিচিতদের মধ্যে মোদীই একমাত্র মানুষ যিনি সপ্তাহে প্রায় ১০০ ঘণ্টা কাজ করেন। তাঁর সঙ্গে ইনফোসিসের কর্ণধরের কী কথা হয় ২ ঘণ্টার বিমান যাত্রায়, তা পোস্ট করেন তেজস্বী সূর্য।

দেখুন নারায়ণমূর্তিকে নিয়ে তেজস্বী সূর্যের পোস্ট...

 

সম্প্রতি নারায়ণমূর্তির একটি বক্তব্য নিয়ে জোরদার বিতর্ক শুরু হয় গোটা দেশ জুড়ে। যেখানে ইনফোসিসের কর্ণধরকে সওয়াল করতে শোনা যায়, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের বিষয়ে। অর্থাৎ অফিসে কর্মরত প্রত্যেক কর্মীর সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। যা নিয়ে গোটা দেশ জুড়ে জোর বিতর্ক শুরু হয়ে যায়। ওয়ার্ক-লাইফ ব্যালান্স বা কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য একজন মানুষ সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করে কীভাবে সামাল দেবেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

এসেবর পাশাপাশি ভারতের উন্নতি কর্মের মাধ্যমেই হবে। আরাম করলে এ দেশের কিছু হবে না বলেও ওই সময় মন্তব্য করতে শোনা যায় ইনফোসিসের কর্ণধর তথা প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের শ্বশুরমশাইকে।