নয়াদিল্লিঃ বারাণসী (Varanasi) সফর সেরে বুধ সকালে বিহারের (Bihar) দিকে উড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হেলিকপ্টার। আজ, বুধবার সকালে বিহারের রাজগীরে (Rajgir) পৌঁছন মোদী। সেখানে আজ, নালন্দা বিশ্ববিদ্যালয়ের (Nalanda University) নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন তিনি। মোদীর হাতেই নতুন রূপ পেল ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই বিশ্ববিদ্যালয়। বৃক্ষরোপণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্কর। নালন্দার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু'ধারে ভিড় জমান সাধারণ মানুষ। এদিন গোটা নালন্দা চত্বর ঘুরে দেখেন মোদী। প্রসঙ্গত, আজ সকালে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে মোদী লেখেন, "আমাদের জন্য এটি একটি বিশেষ দিন। আজ সকাল সাড়ে ১০টায় রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হবে। আমাদের গৌরবময় অতীতের সঙ্গে নালন্দং দৃঢ় সংযোগ রয়েছে। তরুণদের শিক্ষাগত চাহিদা পূরণে এই বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাবে।" ঐতিহ্যকে পুরো মাত্রায় বজায় রেখে নতুন সাজে সাজানো হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন এই ক্যাম্পাস। দেশ-বিদেশ থেকে আসা শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পাবেন।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী
Watch: PM Modi inaugurates Nalanda University campus in Rajgir, Bihar pic.twitter.com/GbhmY2dMdw
— IANS (@ians_india) June 19, 2024
নালন্দার পথে মোদীর কনভয়
Watch: PM Modi arrives in Nalanda, greets people gathered en route, and heads to Nalanda University pic.twitter.com/wzkRTnX7vH
— IANS (@ians_india) June 19, 2024