নয়া দিল্লি, ২৬ ডিসেম্বর: চিনে করোনা ভাইরাস সংক্রমণ তুঙ্গে ওঠার পর সতর্ক ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করে মাস্ক পরা, স্য়ানিটাইজারের ব্যবহার, দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। যদিও দেশের কোভিড পরিস্থিতি এখনও পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বড়দিনের দেশের কোথাও কোনও অনুষ্ঠানে সেভাবে কাউকেই মাস্ক পরতে দেখা যায়নি। তবে এবার উত্তরাখণ্ডের নৈনিতালের আদালতে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হল।
নৈনিতালের হাইকোর্টে বিজ্ঞপ্তি জারি করে বলা হল, আদালতের ভিতর ঢুকতে হলে সব অফিসার, কর্মী, আইনজীবী এবং কাজে আসে সমস্ত ব্যক্তিদের মাস্ক পরতে হবে। সঠিকভাবে মাস্ক না পরলে আদালতে ঢুকতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সামাজিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে নৈনিতালের হাইকোর্টে। আরও পড়ুন-ব্যাপক তুষারপাতে মৃত্যুমিছিল
দেখুন টুইট
Uttarakhand | Nainital High Court issues notification saying that all officers, staff, lawyers and parties will be able to enter the court only after wearing masks.
— The Times Of India (@timesofindia) December 26, 2022
এদিকে, বড়দিনের আনন্দের মাঝেও করোনা (Corona Virus) বাড়বাড়ন্তের খবর। দুবাই (Dubai) ফেরত এক যুবকের দেহে পাওয়া গেল করোনা ভাইরাস। যুবকের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আগ্রার (Agra) পর এবার উত্তরপ্রদেশের উন্নাও (Uttar Pradesh Unnao) শহরে কোভিড হানা। এই নিয়ে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ২ জন বিদেশ ফেরত ব্যক্তির শরীরে মিলল করোনার ভাইরাস (Corona 19)।