নয়াদিল্লিঃ ফুটপাতে (Footpath) থাকতেন। রাস্তায়-রাস্তায় খেলনা (Toys) বিক্রি করে চলত পেট। মদ্যপ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গাড়ির ধাক্কায় সব শেষ! ঘটনাটি ঘটেছে নাগপুরের নাগপুরের দিঘোরি এলাকায়। সোমবার, রাতে কাজ সেরে ফুটপাতেই ঘুমিয়েছিল বাগদিয়া পরিবার। গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে একটি গাড়ি। পিষে মৃত্যু হয় দু'জনের। নিহতদের নাম কান্তিবাই গজোদ বাগদিয়া (৪২) এবং সীতারাম বাবুলাল বাগদিয়া (৩০)। আহত হয়েছেন চার শিশু সহ সাতজন। তাঁদের নাম কবিতা সীতারাম বাগদিয়া (২৮), বলকু সীতারাম বাগদিয়া (৮), হাসিনা সীতারাম বাগদিয়া (৩), সকিনা সীতারাম বাগদিয়া (২) , হনুমান খাজোদ বাগদিয়া (৩৫) এবং বিক্রম ভূষা হনুমান বাগদিয়া (১০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্ষত অবস্থায় রয়েছেন পরিবারের একমাত্র সদস্য বাবুলাল বাগদিয়ার (৩৪)। তিনিই ওয়াথোদা থানায় অভিযোগ দায়ের করেন। মাত্র আট মাস আগে পেটের তাগিদে গ্রাম ছেড়ে নাগপুরে এসেছিলেন তাঁরা, এমনটাই জানিয়েছেন বাবুলাল। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে একদল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ধৃত চালকের নাম ভূষণ লাঞ্জেওয়ার। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভূষণ এবং তাঁর পাঁচ বন্ধু। তাঁরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের সনাক্ত করেছে ওয়াথোদা থানার পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত চালক ভূষণকে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
Drunk Engineering Student Runs Over 7 On Nagpur Footpath, 2 Dead https://t.co/5vFGWmDs6w
— NDTV (@ndtv) June 18, 2024