ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মন্তব্যের জেরে কেন্দ্রীয় মন্ত্রী রাজীভ চন্দ্রশেখরকে (Rajeev Chandrasekhar) পাল্টা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ(Jairam Ramesh)। একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছিলেন, "তিনি যাই বলুন, গোটা দেশ জানে বগত ৬৫ বছর ধরে কংগ্রেস কি ধরনের অত্যাচার চালিয়েছে।২৫ কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পেরেছে প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর। তাহলে কে বিচার করেছে আর কে করেনি।গোটা দেশ জানে। তবে আমাদের কোন সমস্যা নেই যদি তারা এই যাত্রাকে ন্যায় যাত্রা বলে দাবি করে। কংগ্রেস যদি রাম মন্দির উদ্বোধনে অংশগ্রহন না করে তাহলে এসেটা কোন বিষয় নয়, এটা বিশ্বাসের বিষয় এবং আমরা যাব "।
এই বক্তব্যের পাল্টা দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান,"ভারত যাত্রা নিয়ে কথা বলার জন্য রাজীব চন্দ্রশেখর কে। নীতি আয়োগের রিপোর্ট সম্পূর্ণ ভুল। নীতি আয়োগ এখন স্বতন্ত্র সংস্থা নয়। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিয়ার লিডার। নীতি আয়োগের রিপোর্টে কেউ বিশ্বাস করবে না।"
মণিপুর থেকে শুরু হয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা এসে পৌছেছে নাগান্যান্ডের কোহিমায়। সেখানেই রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে পাল্টা দিলেন জয়রাম রমেশ।
#WATCH | Mokokchung, Nagaland: Congress General Secretary in-charge Communications, Jairam Ramesh says, "Who is Rajeev Chandrasekhar to say anything on the yatra. The report of NITI Aayog is absolutely wrong. NITI Aayog is not an independent organisation, it is the cheerleader of… https://t.co/6f8BNlUVM3 pic.twitter.com/KAjv17BwIm
— ANI (@ANI) January 17, 2024