যৌন হেনস্থা মামলায় এবার নয়া মোড়। অভিযুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরন সিং এবার নারকো টেস্ট বা লাই ডিটেক্টর টেস্ট দিতে আগ্রহ প্রকাশ করলেন।

তিনি জানান, যৌন হেনস্থা কাণ্ডে নারকো বা লাই ডিটেকটর টেস্ট দিতে তিনি রাজি কিন্তু এর পাশাপাশি তিনি বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগটের একই সঙ্গে লাই ডিটেক্টর টেস্ট বা নারকো টেস্ট করানোর ক্ষেত্রে আবেদন জানান তিনি।

যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে কুস্তুিগীররা যন্তরমন্তরে ধর্ণায় বসেছিলেন এতদিন। সুপ্রিম নির্দেশে এফআইআর দায়ের হওয়ার পর তদন্ত চললেও এখনও মুক্ত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান।

ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সমস্ত কার্যাবলী বাতিল করা হয়েছে। যতক্ষন পর্যন্ত তদন্ত না সম্পন্ন হয় ততদিন পর্যন্ত বাতিল করা হয়েছে যাবতীয় কার্যাবলী।