কর্ণাটকঃ নির্যাতন করেন স্বামী (Husband)। তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে জেলা পুলিশ সুপারের অফিসে (District Superintendent ) গিয়েছিলেন এক মহিলা। সেখানেই তাঁকে কুপিয়ে খুন করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka( হাসান নগরে। অভিযুক্তের নাম লোকনাথ। পেশায় একজন পুলিশ আধিকারিক (Police Constable) তিনি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, নিহতের নাম মমতা। তাঁর উপর নির্যাতন চালাতেন লোকনাথ। বিগত চার-পাঁচদিন ধরে চরমে পৌঁছয় বিবাদ। জানা গিয়েছে, জমিজমা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে। আর সহ্য করতে না পেরে জেলা সুপারের কাছে স্বামীর নামে অভিযোগ লেখাতে যান মমতা। খবর সেখানে পৌঁছয় লোকনাথ। জেলা সুপারের অফিসে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুন করেন তিনি। জেলা সুপারের অফিস থেকেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করে হাসান নগর থানার পুলিশ। এক পুলিশ আধিকারিক জানান, দু'জনের মধ্যে বচসার জেরে আচমকা স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত। জমিজমা নিয়ে বিবাদের জেরে এই খুন।ইতিমধ্যেই মমতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে হাসান নগর থানার পুলিশ।
থানায় নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে
#WATCH | Hassan, Karnataka: Husband stabs his wife with a knife at the office premises of District Superintendent of Police.
Hassan SP, Mohammad Sujitha says, "A person named Mamata was allegedly stabbed by her husband Loknath...An investigation is underway" pic.twitter.com/JNkr6pCe24
— ANI (@ANI) July 1, 2024