মুম্বই

মুম্বই, ১৮ জুলাই: মুম্বইয়ে (Mumbai) প্রবল ভারী বর্ষণে (Rainfall) ত্রাহি ত্রাহি অবস্থা। ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। কোথাও এক কোমর জল। বর্ষার মরশুমে এই প্রথম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মুম্বইতে। রবিবার এক বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল মুম্বই। চেম্বুরের (Chembur) ভারত নগর এলাকায় ঝুপড়ির ওপর দেওয়াল ভেঙে পড়ে প্রাণ হারালেন ১১ জন বস্তিবাসী। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ বাহিনী। ইতিমধ্যে, মুম্বইয়ের দমকল বাহিনী ১৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। অন্যদিকে, ভিক্রোলিতে বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছে ৩ জন।

মুম্বইয়ের একাধিক এলাকা জলমগ্ন। হনুমান নগর, কান্দিভালি ইস্ট এলাকায় বেশ কিছু বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। সায়নের রেললাইন ট্র্যাক জলের তলায় ডুবে। ফলে ব্যাহত হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। গান্ধী মার্কেট এলাকাও জলের তলায় ডুবে। মুম্বইতে আগামী ২৪ ঘণ্টা জারি রয়েছে কমলা সতর্কতা। আরও পড়ুন, দেড় বছরের শিশুকে লজেন্স কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ

সায়ন, ওয়াডালা, চেম্বুর, গান্ধী মার্কেট, আন্ধেরি মার্কেট, আরসিএফ কলোনি, এলবিএস রোড পুরোপুরি জলের তলায় ডুবে। রাস্তাঘাটে যানবাহন চলাফেরায় বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বেস্ট ট্রাফিক কন্ট্রোল। বৃহন্মুম্বই পুরসভার থেকে জানানো হয়েছে, তুলসী লেক সহ আরও দুটি লেকে জল ভরে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ন এলাকা। পুরসভার তরফে জল নামানোর কাজ চলছে।