Karmabhoomi Express Tragedy: দিওয়ালিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে চড়েছিল ওরা। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফেরা হল না। মুম্বই থেকে বিহারের উদ্দেশ্যে আসা কর্মভূমি এক্সপ্রেসে ভিড়ের চাপে ট্রেনে থেকে পড়ে গেলেন তিনজন যাত্রী। তাঁদের মধ্যে দুজন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান। একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধিকলে নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটিতে ভিড় এতটাই ছিল যে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। ট্রেনটি কোনো বাঁক ঘোরার সময় বা হঠাৎ ব্রেক কষে দেওয়ার ফলে হঠাৎ একটি ঝাঁকুনির ফলে যাত্রীদের ভারসাম্য নষ্ট হয়ে যায় বলে মনে করা হচ্ছে। এর ফলেই তারা মুম্বই-ভূসাওয়াল সেকশনের সেন্ট্রাল রেলওয়ের ১৯০/১ থেকে ১৯০/৩ কিলোমিটার অংশের মধ্যে রেললাইনে পড়ে যান।
কী জানালেন প্রত্যক্ষদর্শীরা
প্রত্যক্ষদর্শী যাত্রীরা রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন, ট্রেনের কামরার ভেতর ভয়াবহ বিশৃঙ্খলা চলছিল। অনেকেই পা রাখার জায়গা না পেয়ে মরিয়া হয়ে দরজার ধারে ও ফুটবোর্ডে ঝুলছিলেন। লোকমান্য তিলক টার্মিনাস (LTT) থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছাড়া কর্মভূমি এক্সপ্রেস ইগতপুরি পার হয়ে নাসিকের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই তিনজন যাত্রী ট্রেন থেকে পড়ে যান। এমার্জেন্সি চেইন টানার পর টহলরত রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনের দেহ রেলপথের ধারে ছড়িয়ে থাকতে দেখেন এবং তৃতীয়জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।
দেখুন খবরটি
A heartbreaking accident occurred on the Mumbai–Bihar bound Karmabhoomi Express near Nashik Road, where three passengers fell off the train. Sadly, two young men lost their lives on the spot, while one was seriously injured. Authorities say the overcrowding in the train led to… pic.twitter.com/GybZ5Vyark
— The Nalanda Index (@Nalanda_index) October 19, 2025
মৃত দুজনে বিহারের বৈশালী জেলার বাসিন্দা
মৃতদের নাম রাজেশ কুমার (৩২) ও মনোজ যাদব (৩৫) হিসেবে শনাক্ত করা হয়েছে। দু’জনই বিহারের বৈশালী জেলার বাসিন্দা ও মুম্বই উপনগরের নির্মাণ শ্রমিক ছিলেন। আহত ব্যক্তি অমিত সিং (৩০), একই জেলার বাসিন্দা, মারাত্মক মাথা ও শরীরের হাড় ভাঙার চোট পেয়েছেন। তাঁকে নাসিক জেলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি আইসিইউতে ভেন্টিলেশনে রয়েছেন।