কুণাল কামরা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের বিতর্কের মুখে কমেডিয়ান কুণাল কামরা(Kunal Kamra)। স্ট্যান্ড-আপ কমেডি শোতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে(Eknath Shinde) ‘গদ্দার’ বলায় শিবসেনার কর্মী-সমর্থকদের রোষের মুখে কুণাল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল শুটিংয়ের সেট। শুধু তাই নয়, ভাঙচুর চালানো হল কুণালের হোটেলে। ইতিমধ্যেই কমেডিয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের খারের একটি হোটেলে একটি স্ট্যান্ড আপ কমেডি শো চলছিল। সেখানেই ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার গানের কলি বদলে তিনি গেয়েছিলেন, “মেরি নজর সে তুম দেখো তো গদ্দার নজর ভো আয়ে।” আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

একনাথকে নিয়ে রসিকতা, বিপাকে কুণাল কামরা

প্রথমে স্টুডিয়ো এবং পরে কুণাল কামরা যে হোটেলে থাকছেন তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই বিতর্কে যোগ দিয়ে, শিবসেনার বর্ষীয়ান নেতা সঞ্জয় নিরুপম বলেন, "আমরা আগামীকাল রাত ১১ টায় কুণাল কামরাকে মারধর করতে পারি ।" সারা দেশে সেনা কর্মীরা তাঁকে তাড়া করে দেশছাড়া করবে বলে দাবি করেন সেনা সাংসদ নরেশ মাস্কে। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "কুণাল কামরা আপনাকে ভারত ছেড়ে পালাতে বাধ্য করা হবে।"

একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুকের জেরে বিপাকে কমেডিয়ান কুণাল কামরা