জলমগ্ন মুম্বই (ছবিঃX)

নয়াদিল্লিঃ বর্ষার (Monsoon) অতিবৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই(Mumbai) এরই মাঝে সোমবার ভোরে মুম্বইজুড়ে রেকর্ড বৃষ্টি (Rain) পরিস্থিতি এমনই কে লাল সতর্কতা জারি করতে বাধ্য হল মৌসম ভবন বন্ধ রাখা হল স্কুল-কলেজ বৃষ্টির জেরে থমকে গেল মুম্বইয়ের ট্রেন পরিষেবা বৃষ্টির কোপ পড়ল বিমান পরিষেবাতেও রানওয়েতে জল দাঁড়িয়ে যাওয়ার কারণে ব্যাহত উড়ান পরিষেবা

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, জলের তলায় গোটা শহর

মৌসম ভবন সূত্রে খবর, সোমবার ভোরে মুম্বইয়ে প্রায় ১৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার জেরে জলমগ্ন শহরের বিস্তীর্ণ অংশ বৃষ্টিতে বানভাসি মহারাষ্ট্রের বহু গ্রাম নানদেড়ের ২০০টিরও বেশি গ্রাম জলের তলায় সেখানে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা মহারাষ্ট্রের মুখেড় তালুকে নিখোঁজ পাঁচজন মুম্বইয়ের বিভিন্ন জায়গায় পৌঁছেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিজনিত কারণে মারাঠওয়াড়ায় সাতজনের মৃত্যু হয়েছে যদিও সরকারিভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি অন্যদিকে বৃষ্টির জেরে ব্যাহত

সেন্ট্রাল রেলওয়ে পরিষেবা ট্র্যাকে জল জমার কারণে ব্যহত পরিষেবা বৃষ্টির প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে ইন্ডিগো আকাশ এয়ার

রেকর্ড বৃষ্টির জেরে ভাসছে মুম্বই, বিমান থেকে ট্রেন ব্যাহত সমস্ত পরিষেবা