আজ থানে স্টেশনের ছবি। (Photo: Twitter)

মুম্বই, ১ জুলাই: মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় যে কোনও দিন গিনিস বুকে নাম লেখাতে পারে। মুম্বইয়ের ট্রেনে ভিড় নিয়ে নানা ভিডিও সোস্যাল মিডিয়ায় নানা সময় দেখা যায়। কিন্তু সোমবার সকালে বৃষ্টি ব্যাহত ট্রেন পরিষেবার মাঝে থানে স্টেশনে যে ভিডিও ধরা পড়ল, তা দেখে শিউড়ে উঠতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে হাজারে হাজারে মহিলা নামছেন ট্রেন থেকে, হুড়োহুড়িতে মাটিতে লুটিয়ে পড়লেন অনেকে। তবু মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার মরিয়া তাগিদ।

আজ, সোমবার সকাল থেকেই বৃষ্টির জন্য মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা দারুণভাবে ব্যাহত হয়। লাইনে জল জমা, ট্রাকে ক্রেন পড়ে যাওয়ার কারণে একের পর ট্রেন বাতিল হতে থাকে। এদিকে, রাস্তাতেও দাঁড়িয়ে জল, ফলে ব্যাপক যানজট। সপ্তাহের প্রথম দিন হওয়ায় কাজে যাওয়ার তাগিদও ছিল। সব মিলিয়ে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেনে যাবতীয় চাপ এসে গিয়েছিল। তার মধ্যে আবার থানে স্টেশনে যেহেতু অনেকগুলো শাখার লাইন এসে মেশে, তাই সেখানে ভিড়টা অনেক বেশি থাকে। আরও পড়ুন-সাংবাদিকদের তালাবন্দি রাখলেন জেলাশাসক

অফিস টাইমে চূড়ান্ত ব্যস্ততার সময়ে একটা ট্রেনকে নিতে হয় আগের অন্তত তিনটি বাতিল ট্রেনের ভিড়। আর তাতেই বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। দেখুন থানে স্টেশনে মহিলা কামরা থেকে যাত্রীদের বের হওয়া আর ঢোকার আতঙ্কের ভিডিও--

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে শয়ে শয়ে যাত্রী নামা-ওঠা করছেন। কোনও মহিলা পুলিশ নেই। এক পুলিশ কর্মী লাঠি হাতে অত মহিলা যাত্রীকে সামলানোর ব্যর্থ চেষ্টা করছেন। হুড়হুড়িতে ছোট দুর্ঘটনা ঘটেছে। তবে আরও অনেক বড় দুর্ঘটনা ঘটেছে। এই স্টেশনের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন ভিডিওতে

আজ একদিকে যেমন সপ্তাহের শুরু, তেমন শুরু মাসের। বানিজ্যনগরী মুম্বই (Mumbai)-র মাস-সপ্তাহের প্রথম দিনেই টানা বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। মুম্বইয়ের একাধিক রাস্তায় দাঁড়িয়ে জল। চেম্বুরের মত অভিজাত এলাকায় পার্কিংয়ে দাঁড়ানো গাড়িগুলি তো একেবারে জলের তলায়। ক্রমাগত চলে যাওয়া বৃষ্টির ফলে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। আর কলকাতার মেট্রোর মত যদি মুম্বইয়ের ট্রেন পরিষেবা ব্যাহত হয় তাতে নিত্য়যাত্রীদের ভয়ঙ্কর অবস্থা হয়। সেই ছবিই আজ ধরা পড়ছে বলিউডের শহরে।

জলময় মায়ানগরী। (Photo Credits: ANI)

রাস্তায় জল পেরিয়ে যাওয়ার উপায় নেই, কারণ ভয়াবহ যানজট। আর ট্রেনের লাইনে কোথাও জল আবার কোথাও ঝড়ে যন্ত্রপাতি পরে ট্রেন চলাচল ব্যাহত। মুম্বই লোকাল ট্রেনের বিভিন্ন শাখার টুইটার অ্যাকাউন্ট থেকে আসছে নিত্যযাত্রীদের জন্য খারাপ খবর।

মুম্বইয়ের কিং সার্কেলের ছবি। (Photo Credits: ANI)

যেমন মুম্বইয়ের ব্যস্ততম ওয়েস্টার্ন লাইনে ব্যাপক ঝড়ে লাইনের ওপর পড়ল বাঁশ, ক্রেন সহ বাড়ি তৈরির নামা যন্ত্রপাতি। লাইনের পাশেই হচ্ছিল বড় বিল্ডিং তৈরির কাজ। সেই বিল্ডিং তৈরির যন্ত্রপাতিই উড়ে আসে ট্র্য়াকে পড়ে। ফলে অন্তত ঘণ্টাখানেক বন্ধ থাকে রেল চলাচল। এই অঞ্চলেই আবার মুম্বইয়ের বেশ কিছু বড় অফিস রয়েছে।