Mumbai Rains: চলতি সেপ্টেম্বরের মুম্বইয়ে গত ২৫ বছরে সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড
মুম্বইয়ে বৃষ্টি। (Photo Credits: PTI)

মুম্বই, ১০ সেপ্টেম্বর: Mumbai Rains:বানভাসী মুম্বই। চলতি বছর কথাটা লিখতে লিখতে ক্লান্ত হওয়ার জোগাড়। এবারের বর্ষায় এখনও পর্যন্ত চারবার ভেসে গিয়েছে বলিউড শহর। গত আট দিন ধরে একটানা বৃষ্টি পড়ে চলেছে। পুরো গণেশ পুজোটা মুম্বইবাসীর কাটল বৃষ্টি আর বৃষ্টিতে। মুম্বইয়ে চলতি বছরের জুলাইয়ে গত একশো বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার পর সেপ্টেম্বরেও বৃষ্টির নতুন রেকর্ড গড়ল বৃষ্টি। সেপ্টেম্বরের প্রথম ৯দিন মুম্বইয়ে ৭৮৯ মিলিমিটার বৃষ্টি হওয়ার রেকর্ড হয়েছে। যেখানে গোটা সেপ্টেম্বর মাসজুড়ে গত বছর মাত্র ৭৩ মিলিমিটার। সেপ্টেম্বরে এত বৃষ্টি ভারতের বানিজ্যনগরীতে হয়েছিল এর আগে হয়েছিল ১৯৯৪ সালে। সেবার গোটা সেপ্টেম্বরে মুম্বইতে ৯০৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের সাতটা হৃদের জল ৯৭.৭৭ শতাংশ ভরে গিয়েছে। এই সাতটি হৃদে ১৪.১৫ লক্ষ মিলিয়ন লিটার জল ধরে,সেখানে আর মাত্র ৩২ হাজার মিলিয়ন লিটার জল হলেই হৃদ পুরো ভরে উপচে গিয়ে গোটা শহর ভাসিয়ে দেবে। যা নিয়ে মুম্বইবাসীর মধ্যে আতঙ্ক রয়েছে। যেখানে গত বছর সেপ্টেম্বরে এত কম বৃষ্টি হয়েছিল যে ২৭ বছরে এত কম বৃষ্টি হয়নি। সেখানে এবার এত বৃষ্টি। আরও পড়ুন-Acid Attack: বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার নবম শ্রেণীর ২ ছাত্রীর, ঝলসে গেল গা- মুখ

গণেশ পুজো বৃষ্টিতে ভাসতে চলছে এমন একটা পূর্বাভাস ছিল। কিন্তু তা বলে এত বৃষ্টি! সোমবার গণেশ চতুর্থীর দিনে তো গোটা মুম্বইয়ে জলে জল। গত মঙ্গল-বুধবার বৃষ্টি বাড়ে, রাস্তায় জল জমাও বাড়ে। এরপর রাস্তায় জল নামলেও, কম বেশি বৃষ্টি চলছেই। ভেজা মাথায় কাজের জায়গায় যাওয়া অভ্য়াস হয়ে গিয়েছে মুম্বইবাসীর।