Taj Hotel in Mumbai: বোমায় উড়বে তাজ হোটেল, পাকিস্তানের হুমকিতে কড়া নিরাপত্তার চাদরে মুম্বই
তাজমহল প্যালেস হোটেল কোলাবা (Photo credits: Instagram)

মুম্বই, ৩০ জুন: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ের তাজ হোটেল। সোমবার পাকিস্তানের করাচি (Karachi) থেকে হুমকি ফোন পেয়েই কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে দেশের বাণিজ্য নগরী। প্রসিদ্ধ তাজ হোটেল-সহ অন্যন্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনিতেই করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রের অবস্থা দেশের মধ্যে সবথেকে করুণ। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউন জারি রয়েছে। তারমধ্যেই পাকিস্তানে বোমা হামলার হুমকিতে ফের ত্রস্ত মুম্বই। আরও পড়ুন-Benzimidazole Gas Leak In Vizag: বিশাখাপত্তনমে ওষুধের কারখানয় গ্যাস লিক, মৃত ২ আহত ৪

এর আগে ২০০৮ এর ২৫ নভেম্বর এই তাজ হোটেলেই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। এই হামলায় ১৭৪ জনের মৃত্যু হয়। খতম হয়েছিল ৯ জঙ্গিও। আহতের তালিকায় ছিল ৩০০ জনেরও বেশি মানুষ। মূলত, সোমবার করাচি পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জঙ্গি হানার ঘটনা ঘটে। এই হামলায় যুক্ত ছিল চার জঙ্গি, গ্রেনেডর বিস্ফোরণ ও গোলাগুলিতে পচারজনের প্রাণ গিয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন এক পুলিশকর্মীও। পরে চার জঙ্গিকেই গুলিতে উড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে পরেই মুম্বইতে হামলার হুমকি আসে করাচি থেকে। সন্ত্রাসের কালো ছায়া বার বার প্রত্যক্ষ করেছে ভারত। মুম্বইয়ের তাজ হোটেল তার জ্বলন্ত প্রমাণ। বুলেটের ক্ষত নিয়েই ফের মাথা তুলে দাঁড়িয়েছে। রক্ত মুছে ফের হাসিমুখে আরব সাগরের পার থেকে দেশের প্রতিনিধিত্ব করে চলেছে এই বাণিজ্য নগরী।