স্বাধীনতা দিবসের আগের রাতে সন্ত্রাসবাদীদের নজরে মায়ানগরী মুম্বই (Mumbai)। বৃহস্পতিবার সন্ধ্যের দিকে আচমকাই মুম্বই স্টেশনে এল বোমা হামলার হুমকি। হুমকি পেতেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও রেল পুলিশ জোরকদমে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। এমনকী স্টেশনে যেসমস্ত ট্রেন দাঁড়িয়ে ছিল সেগুলিতেও চলে তল্লাশি অভিযান। যদিও তাতে সন্দেহজনক কিছু উদ্ধার হয় না। এমনকী যে নম্বর থেকে ফোন এসেছিল, তাঁর সঙ্গেও আর যোগাযোগ করা যাচ্ছে না বলে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে।
বোমা হামলার হুমকি
জানা যাচ্ছে, এদিন সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে খবর আসে মুম্বই স্টেশনের একটি ট্রেনের মধ্যে রয়েছে বোমা। খবর পেয়েই রেল পুলিশের সঙ্গে সংযোগ স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।। এমনকী যে ট্রেনগুলি ফোন আসার কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিল, সেগুলিতেও চালানো হয় তল্লাশি অভিযান। যদিও সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্টেশনে বাড়ানো হয়েছে নজরদারি
অন্যদিকে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। আদৌ কী কোনও নাশকতার পরিকল্পনা করা হয়েছিল কিনা, সেই বিষয়ও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ভুয়ো খবর ছড়ানো ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নজরদারি।