Mumbai Monorail Rescue. (Photo Credits:X)

Mumbai Monorail Stuck Video: মুম্বইয়ের তীব্র ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট, রেললাইন, এমনকী উড়ালপুলেও জল জমতে দেখা যায়। এরই মাঝে এদিন সন্ধ্য়ায় বিদ্য়ুত বিভ্রাটের কারণে মায়ানগরে মাঝলাইনে আটকে গেল মনোরেল। আকাশপথে বিমের ওপর চলাচলকারী যাত্রী বোঝাই মনোরেল আটকে গেল মুম্বইয়ের মাইসোর কলোনি ও ভক্তি পার্ক স্টেশনের মাঝে। প্রায় এক ঘণ্টা ধরেএয়ার কন্ডিশন ছাড়াই লাইনে একটি মনোরেলের এয়ারটাইট কামরার ভিতর আটকে ছিলেন শ দুয়েক যাত্রী। রাস্তা, ট্রেন লাইনে জল জমে থাকায় যাতায়াত অসম্ভব হয়ে পড়ায়, নিত্যযাত্রীরা অনেকেই মনোরেলে উঠেছিলেন। অত্যধিক যাত্রী ওঠায় ও বিদ্যুত পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় মনোরেলটি ঘণ্টাখানেক মাঝলাইনে আটকে যায়।

বৃষ্টির মাঝে উদ্ধারে অসুবিধা

আজ, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের মাইসোর কলোনি ও ভক্তি পার্ক স্টেশনের মাঝে মনোরেলের এই বড় বিভ্রাটের ঘটনাটি ঘটে। দমবন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় মনোরেলটিতে। এরপর ক্রেন দিয়ে এখনও পর্যন্ত ৪৫০ জন যাত্রীদের আটকে থাকা মনোরেলটি থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন যাত্রীকে হাসপাতালেও ভর্তি করা হয়। রাতের দিকে বৃষ্টিতে মনোরেলের যাত্রীদের উদ্ধারে বেশ অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

দেখুন কীভাবে যাত্রীদের আটকে পড়া মনোরেলটি থেকে উদ্ধার করা হচ্ছে

দেখুন কীভাবে আটকে যায় মনোরেলটি

আজ, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ মনোরেলের এই বড় বিভ্রাটটি ঘটে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার কারণে মোনো রেলটি লাইনে থেমে যায়। বন্ধ হয়ে যায় এসি। এদিকে মনোরেলের ভিতর থেকে শয়ে শয়ে মানুষের দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এক ঘণ্টারও বেসি সময় পরে ক্রেনের মাধ্যমে মনোরেলের ভিতর থেকে যাত্রীদের নামানো হয়। মুম্বই দমকলের তিনটি স্নরকেল যান মোতায়েন করে যাত্রীদের উদ্ধার করে। এই বিপত্তির কারণে চেম্বুর ও ভক্তি পার্কের মধ্যে মোনো রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টির কারণে মুম্বইয়ে লাল সতর্কতা জারি করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস মুম্বইয়ের এই মোনো রেল বিভ্রাটের তদন্তে শহর উন্নয়ন দফতরের প্রধান সচিবকে নিয়োগ করেছেন।